Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    মধ্যবিত্ত ও শ্রমজীবী যারা লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে সংকোচ বোধ করেন তাদের জন্য হট লাইন চালু||


    খুলনার খবর২৪||দরিদ্র, অসহায়, শ্রমজীবী ও মধ্যবিত্ত শ্রেণীর ব্যক্তিবর্গ যারা লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে সংকোচ বোধ করেন, তাদের জন্য খুলনা জেলা প্রশাসন হট লাইন চালু করেছে।

    নোভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত ”ঘরে থাকুন, নিরাপদে থাকুন” এর কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র, অসহায়, শ্রমজীবী নিম্নবিত্ত,মধ্যবিত্ত মানুষ, যারা এখনো সহায়তা পাননি অথবা পাওয়ার জন্য কোন তালিকাভুক্ত হননি সে সব দরিদ্র, অসহায়, শ্রমজীবী ও মধ্যবিত্ত শ্রেণীর ব্যক্তিবর্গ যারা জনসম্মুখে দাঁড়িয়ে ত্রাণ নিতে সংকোচ বোধ করেন, তাদের জন্য খুলনা জেলা প্রশাসন, খুলনার তত্তাবধানে বিশেষ বেসরকারি মানবিক সহায়তা সেল কর্তৃক গৃহীত উদ্ভাবনী উদ্যোগ “(Door to Door Essential Goods Distribution in Corona Crisis through Digital Survey)”  হটলাইন চালু করা হয়েছে।

    এসব অসহায়,নিম্নবিত্ত,মধ্যবিত্তদের মানবিক পরিসেবার জন্য খুলনা জেলা প্রশাসন এই হটলাইন চালু করেছে।তবে জেলা প্রশাসন তাদের নাম্বারে কল করলে তা জাচাই-বাছাই করে তবেই ত্রান সামগ্রী আপনার বাড়ির দরজায় পৌছে দেবে।

    হটলাইন নাম্বারগুলো হলোঃ
    ১|০১৭৫৫-৯৯২৫৫৫
    ২|০১৭৭১-৭২২৫৫৫
    ৩|০১৭৯৩-১৯২৫৫৫
    ৪|০১৭৬৫-৪৮২৫৫৫
    ৫|০১৭৫৩-৬৩২৫৫৫
    সার্বিক ব্যবস্থাপনায় খুলনা জেলা প্রশাসন,খুলনা।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad