খুমেকে করোনা পরীক্ষার পিসিআর মেশিন স্থাপন চলছে||শনিবার থেকে পরীক্ষা চালু||
খুলনার খবর২৪||করোনা ভাইরাস শনাক্তসহ বিভিন্ন জটিল রোগীর নমুনা পরীক্ষার জন্য পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাপনের কাজ চলছে পুুুুুুরোদমে।
গত সোমবার (৩০ মার্চ) সকালে এসে পৌঁছেছে মেশিনটি। কলেজের তৃতীয় তলায় পিসিআর মেশিনটি স্থাপন করা হচ্ছে। পিসিআরের মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহভাজন রোগীর রক্ত, ঘাম ও কফ পরীক্ষা করা সম্ভব হবে। নমুনা সংগ্রহের পাশাপাশি পিসিআর মেশিনের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষা করা যাবে। যার ফলাফল একদিনের মধ্যেই পাওয়া যাবে। ঢাকা থেকে এক্সপার্ট এসে এটিকে ইন্সটল করছে। আশা করা যাচ্ছে আগামী শনিবার (৪ এপ্রিল) থেকে পরীক্ষা শুরু করা সম্ভব হবে।
তবে কিট এখনও আসেনি।খুব শিঘ্রই কিট চলে আসেবে। কিট ছাড়া পরীক্ষাই করা যাবে না।
No comments
please do not enter any spam link in the comment box.