৮০ বোতল ফেনসিডিল পাচারের সময় স্কুল শিক্ষক আটক || খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| বেনাপোল বাজারে হয়ে বরিশাল যাওয়ার পথে শিকড়ি বটতলা নামক স্থানে একজনকে সন্দেহ করে টহল বিজিবি। পরে মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তার ঘাড়ে ঝুলানো স্কুল ব্যাগ তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল পায়। আটক ব্যক্তির নাম নজরুল ইসলাম সুমন।পেশায় তিনি বরিশাল সরকারি মডেল স্কুল এবং কলেজের সহকারি শিক্ষক।
জানা যায়, গতকাল সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।আটক শিক্ষক নজরুল জানান, তারা মোট ছয়জন বরিশাল থেকে মোটরসাইকেলে বেনাপোলে ফেনসিডিল নিতে আসেন।এর মধ্যে কয়েকবার তারা ফেনসিডিল নিয়ে গেছেন একই কায়দায়।
নজরুল আরও বলেন,তার সংঙ্গে আরও ৫ জন ছিলো। তারা পালিয়ে গেছে। তিনি বলেন তার সঙ্গে ছিল বরিশালের সদর হাসপাতালের ডাক্তার মিঠু, উত্তরা ব্যাংক কর্মকর্তা ডোনা, বিশিষ্ট ব্যবসায়ী বুলেট এবং মনির। তারা বিজিবির চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। আটক শিক্ষককে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.