যশোর জেলা পুলিশের পক্ষ থেকে গরীবদের মাঝে শিশু খাদ্য বিতরন ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| যশোর জেলা পুলিশের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে পৌরসভার ৮টি ওয়ার্ডে ১শ’ গরীব পরিবারকে শিশু খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
শহরের ঘোপ নওয়াপাড়া রোডে শিশু খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করা হয়।শিশু খাদ্যের মধ্যে ছিল দুধ,চিনি,সাবু, সুজি,ডিম,আতপ চাল ও নুডুলস। সেখানে শিশু খাদ্য বিতরণ করেন যশোরের পুলিশ সুপার আশরাফ হোসেন।
রাতের বেলায় মানুষদের দরজায় কড়া নেড়ে ঘুম থেকে ডেকে তুলে হাতে প্যাকেট ধরিয়ে দিচ্ছেন। চাল, ডাল, ঝাল, লবন, তেলের প্যাকেট বিশেষ করে শিশু খাদ্য পেয়ে খুশি হচ্ছেন গরীব লোকজন। দিনে পুলিশ খোঁজ নিয়ে তালিকা করছেন আর রাতে খাবার নিয়ে হাজির হচ্ছেন এসপিসহ পুলিশের টীম।
এ সময় উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সালাউদ্দীন সিকদার,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল-ক গোলাম রব্বানিসহ পুলিশ কর্মকর্তারা।
পুলিশ সুপার আশরাফ হোসেন বলেছেন যশোর জেলা পুলিশ নিজস্ব অর্থায়নে শিশু খাদ্য দিচ্ছে। যাতে কোনো পরিবার শিশু খাদ্য সংকটে না পড়ে।এটা তিনি প্রতিনিয়ত করে যাচ্ছেন।
No comments
please do not enter any spam link in the comment box.