Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    সারাদেশের গনপরিবহন বন্ধ থাকবে ৫মে পর্যন্ত||খুলনার খবর২৪||


    খুলনার খবর২৪||করোনা ভাইরাস বিস্তার রোধ করতে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাধারণ ছুটি আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। সেই সাথে দেশব্যাপী গণপরিবহন বন্ধ রাখারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।গতকাল শুক্রবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    তবে জরুরি পরিষেবা গুলো এই ঘোষনার আওতার বাইরে থাকবে, যেমন, খাদ্যদ্রব্য, সড়ক ও নৌপথে সব ধরনের পণ্য, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, জ্বালানি, ওষুধ, ঔষধশিল্প, চিকিৎসাসেবা ও চিকিৎসা বিষয়ক সামগ্রী পরিবহন, শিশুখাদ্য, গণমাধ্যম, ত্রাণ পরিবহনসহ জীবনধারণের মৌলিক পণ্য উৎপাদন ও পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।তবে এ ক্ষেত্রে পণ্যবাহী যানবাহনে কোন প্রকার যাত্রী পরিবহন করা যাবে না।এটা আইন পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গন্য হবে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad