Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    মধ্যবিত্ত পরিবারের মাঝে নিরবে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে খুলনা ০৭/০৯ ব্যাচ||আরো ছবি ও খবর বিস্তারিত দেখুন||


    খুলনার খবর২৪||আরিফ বিল্লাহ||করোনার বিস্তার রোধে সরকার ঘোষিত ‘ঘরে থাকুন, নিরাপদে থাকুন’ কর্মসূচির কারণে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে মধ্যব্ত্তি শ্রেণি। দেশের এই ক্রান্তিলগ্নে উচ্চবিত্তরা ত্রান দিচ্ছে আর নিম্নবিত্ত পরিবারগুলো ত্রান নিচ্ছে। কিন্তু মধ্যবিত্ত পরিবারের অভাব সবার অন্তরালেই থেকে যাচ্ছে। তাই মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার ব্যাতিক্রমী এক উদ্যোগ নিয়েছে খুলনার মাধ্যমিক   উচ্চ  মাধ্যমিকের কিছু শিক্ষার্থী সংগঠন ০৭/০৯ ব্যাচ।

    বন্ধু-বান্ধবীদের কাছ থেকে সু-নির্দিষ্ট নির্ভরযোগ্য খবর নিয়ে তারা চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবন, সাবানসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর একটি প্যাকেট নিয়ে যাচ্ছেন মধ্যবিত্ত পরিবারের কাছে। কখনো দিনে আবার কখনো বা রাতে তারা লোকচক্ষুর আরালে পৌছে দিচ্ছে খাবার সামগ্রী। অন্যদিকে ঘরের দরজায় খাদ্যসামগ্রী রেখে দিয়ে ফোন দিয়ে অবহিত করছে গ্রহণ করার জন্য।

    ০৭/০৯ এর বন্ধু মহলের অন্যতম বন্ধু খাইরুল আলম রাজু বলেন, আমাদের এই বন্ধু বান্ধবীদের ব্যাচটি সম্পূর্ণ অরাজনৈতিক। আমাদের বন্ধু মহলের লক্ষ্য একটাই মানবতার কল্যাণে কাজ করা। আর এই খাদ্য সামগ্রীর যোগান আমরা পাচ্ছি সম্পূর্ণ ব্যাক্তিগত বন্ধু-বান্ধবীদের নিজস্ব অর্থায়নে। আমরা যে খাদ্য সামগ্রী বিতরণ করছি সেটা কোনো ত্রাণনয়, দেশের এই কঠিন পরিস্থিতিতে মধ্যবিত্ত পরিবারের কাছে আমরা যতটুকু পারছি ভালোবাসা থেকে উপহার হিসেবে তাদের কাছে পৌছে দিচ্ছি।

    ব্যাচের অন্যতম আরেক বান্ধু সাজ্জাদ বলেন, ইতিমধ্যে প্রথম পর্বে গড়ে ৫ জন ব্যাক্তির ৭০ টি পরিবারে ও ২য় পর্বে ২৫ টি পরিবারের ৭ দিনের খাদ্যের যোগান দিতে পেরেছি, আমরা চেষ্টা করছি অভাবগ্রস্থ মধ্যবিত্ত পরিবারগুলির ক্ষুদ্র ভাবে হলেও ভালোবাসা নিয়ে পাশে দাড়াতে।

    ০৭/০৯ খুলনা ব্যাচের সকল বন্ধু বান্ধবীদের একটাই ভাষ্য। বিত্তবানরা যেনো আমাদের মতে এমন ভাবে গোপোনীয়তা রক্ষা করে মধ্যবিত্ত নিরবে কষ্ট সহ্যরত মধ্যবিত্ত পরিবার গুলর পাশে দাড়ায়। আর তাদের লক্ষ্য দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিজস্ব অনুদানে তাদের এ কর্মকান্ড তারা চালিয়ে যেতে ইচ্ছুক।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad