Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    একজন মহৎ শিক্ষকের মহৎ উদ্যোগ ||খুলনার খবর২৪


    খুলনার খবর২৪||শরিফুল ইসলাম|| শিক্ষা, শিক্ষক এবং শিক্ষাপ্রতিষ্ঠান শব্দগুলোর সম্পর্ক নিবিড়। একটি ছাড়া আরেকটি অচল। শিক্ষকের অর্বতমানে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম চলে না। আবার উপযুক্ত শিক্ষার পরিবেশহীন স্কুলে ভালো শিক্ষক তার মেধা ও মননের বিকাশ ঘটাতে পারে না।এমনই একজন শিক্ষক জনাব বি এম শফিউর রহমান।বর্তমানে তিনি মেহমানে আলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে কর্মরত আছেন।

    বর্তমানে দেশে করোনা পরিস্থিতির কারনে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।তবুও বন্ধ নেই এই শিক্ষকের কর্মকাণ্ড। তিনি নিজ উদ্যোগে স্কুল রেজিস্টার থেকে সকল অবিভাবকের মোবাইল নাম্বার সংগ্রহ করে প্রতিটি ছাত্রের পড়ালেখার খোঁজ খবর নিচ্ছেন।পাশাপাশি অনেক ছাত্রের কাছে নিজ উদ্যোগে পৌছে দিচ্ছেন সাহায্যও।পাশাপাশি তাদের অবিভাবকে জানাচ্ছে কিভাবে সতর্ক থাকবেন এই পরিস্থিতিতে।সকল ছাত্রের পড়ালেখা,ক্লাস রুটিন,এমনকি প্রয়োজনে ছাত্রের বাড়িতে যেয়ে তাদের পড়ালেখার তদারকিও করছেন। একটি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সুনাম অর্জন করে, তেমনি শিক্ষকতার মহান পেশায় যারা জড়িত থাকেন তাদের আমাদের সমাজের সব পর্যায়ের লোক সম্মান করেন।

    আমাদের প্রতিনিধি এই শিক্ষকের সাথে কথা বলেন,তিনি জানান মানবিক দিক থেকেই তিনি এই উদ্যোগ গ্রহন করেন।তিনি জানান আমি ব্যাক্তিগত ভাবে গরীব মেধাবী সকল ছাত্রের খোঁজ খবর নিচ্ছি।এবং অনেক গরীব ছাত্র আছে যাদের পরিবারের নিকট সামান্য হলেও সাহায্য সহযোগিতা পৌছে দিচ্ছি।যতদিন এই করোনা পরিস্থিতি থাকবে আমি আমার কর্মকাণ্ড চালিয়ে যাব।

    তিনি আরও বলেন,আমাদের ব্যাক্তি-রাষ্ট্রীয় পর্যায়ে শিক্ষার গুরুত্ব অনেক। একজন শিক্ষার্থীকে শিক্ষা গ্রহণ করতে হলে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজন। মূল কথা হচ্ছে, শিক্ষাই আলো, শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া সব মত-পথ অন্ধকার।তাই আমি তাদের শিক্ষায় যেন কোন বাধা না আসে সেই জন্য তাদের বাড়ি বাড়ি যেয়ে শিক্ষা বিষয়ক সকল সাহায্য করছি।

    তিনি বলেন,শিক্ষকতা একটি মহান পেশা। শিক্ষকতা পেশাকে কেবলমাত্র চাকরি বা অর্থ উপাজর্নের মাধ্যম নয়, মহান ব্রত হিসেবে গ্রহণ করতে হবে এটা আমি বিশ্বাস করি।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad