মনিরামপুরে রাইচমিল থেকে ৫৫৫ বস্তা সরকারি চাল জব্দ,আটক ২||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| মণিরামপুরের বিজয়রামপুর ভাই ভাই রাইস মিল থেকে ৫৫৫ বস্তা সরকারি চাল জব্দ করেছেন মণিরামপুর উপজেলা প্রশাসন।এ সময় মিলের মালিক আব্দুল্লাহ আল মামুন এবং ট্রাক ড্রাইভার ফরিদ উদ্দীন আটক হয়েছে।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী, ওসি রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম আব্দুল্লাহ বায়েজিতসহ সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। কাবিখা প্রকল্পের চাল খুলনা থেকে মণিরামপুর উপজেলা খাদ্য কর্মকর্তার গোডাউনে আনা হচ্ছিল। রহস্যজনক কারণে ৫শ’ ৫৫ বস্তা চাল একটি ট্রাকে ওই মিলে নেয়া হয়।অভিযোগ উঠেছে এ চাল বিক্রি করা হয়েছিল ওই মিল মালিকের কাছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী বলেন, চালটা সরকারি, তবে এই মুহুর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তিনি দাবি করেন, মিলের মালিক আব্দুল্লাহ আল মামুন ও ট্রাক চালক ফরিদ উদ্দীনকে আসামি করে এ ব্যাপারে মামলা করছেন পুলিশ।
No comments
please do not enter any spam link in the comment box.