খুলনা মেডিকেল কলেজে প্রথম করোনা রোগী সনাক্ত||দুপুরে আইইডিসিআরের প্রেস ব্রিফিংয়ে জানানো হবে||
খুলনার খবর২৪||অমিত আকুঞ্জী||খুলনা মেডিকেল কলেজে স্থাপিত করোনাভাইরাস( কোভিড-১৯) পরীক্ষায় প্রথম রবিউল ইসলাম (৩০) নামের এক স্বাস্থ্যকর্মীর করোনা পজেটিভি পাওয়া গেছে বলে অসমর্থিত একাধিক সূত্রে জানা গেছে। তবে আজ সোমবার নিয়মিত প্রেস ব্রিফিং থেকে এটি আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে আইইডিসিআর(রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনষ্টিটিউট)।
খুমেকে ১২ এপ্রিল পর্যন্ত খুলনায় ১৬৬টি করোনা স্যাম্পল টেস্ট করা হয়েছে। এর মধ্যে একটি স্যাম্পল পজেটিভি পাওয়া গেছে। বিভিন্ন উপজেলা থেকে আসা করোনার ৩৯টি স্যাম্পল টেস্ট সম্পন্ন হয়েছে। সনাক্ত একটি স্যাম্পল হচ্ছে মণিরামপুরের এক স্বাস্থ্যকর্মীর। তার শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। খুমেক হাসপাতালের পরিচালক ডাঃ মুন্সী মোহাম্মদ রেজা সেকেন্দার বিষয়টি নিশ্চিত করেছেন।
খুমেক হাসপাতালের সূত্রে জানা যায়, যশোরের মণিরামপুরে একজন করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়েছে। তিনি মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে একটি ভাড়া বাসায় তিনি বসবাস করতেন। তার গ্রামের বাড়ি উপজেলার ঝাঁপা গ্রামে। বর্তমানে তিনি মণিরামপুর উপজেলার মুজগুন্নী গ্রামে শ্বশুরবাড়ি আছেন।তিনি বাড়িতেই হোম কোরেন্টাইনে আছেন।
উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ শুভ্রা রানী দেবনাথ জানান, গত ২/৩ দিন আগে মণিরামপুরের ১১ ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য যশোর সিভিল সার্জন অফিসের মাধ্যমে খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়। ওই ১১ জনের রিপোর্ট রোববার হাতে এসে পৌঁছায়। এর মধ্যে করোনা পজেটিভ পাওয়া গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মীর। তিনি আরও জানান, গত সপ্তাহ যাবৎ ওই স্বাস্থ্যকর্মী জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। তাকে যথাযথ চিকিৎসার জন্য যশোর সিভিল সার্জন অফিসের মাধ্যমে পাঠানোর প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আজ আইইডিসিআর চূড়ান্ত ঘোষণা দিলে তাকে যশোরের প্রাতিষ্ঠানিক আইসোলেশনে নেয়া হতে পারে।
No comments
please do not enter any spam link in the comment box.