Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    মাগুরায় সকল চা দোকান বন্ধ||টাঙিয়ে দেওয়া হয়েছে লাল পতাকা||খুলনার খবর২৪

    ছবি সংগৃহিত
    খুলনার খবর২৪||  এবার মাগুরায় সব চায়ের দোকান সিল করা হচ্ছে। টাঙিয়ে দেওয়া হয়েছে লাল পতাকা। গত শনিবার সকাল থেকে সদর উপজেলা প্রশাসন এ কার্যক্রম শুরু করেছে।

    মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, করোনাভাইরাসের প্রভাব থেকে রক্ষা পেতে মাগুরাতে চায়ের দোকানে আড্ডা বন্ধে নির্দেশনা দেওয়া হলেও তা অনেকে সঠিকভাবে মানছেন না। প্রশাসনের নজরদারী কমলেই অনেকে দোকান খুলছেন। যথারীতি দোকানগুলোতে গিয়ে মানুষ ভিড় জমাচ্ছেন। শহরে অনেকটা নিয়ন্ত্রণ করা গেলেও গ্রামে বাজারগুলোতে অধিকাংশ চা দোকানী এ নিদের্শনা মানছেন না। যে কারণে শনিবার সকালে মাগুরা পৌর এলাকার প্রায় সকল চায়ের দোকান লাল পতাকা টাঙিয়ে সিল করে দেওয়া হয়েছে।

    তিনি আরও জানান, একইভাবে সদর উপজেলা সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে স্ব-স্ব এলাকার হাট-বাজারে চায়ের দোকানে লাল পতাকা টাঙিয়ে সিল করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও যে সকল দোকান খোলা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তবে চা দোকান বন্ধ থাকার কারণে যদি কোন চা দোকানী বা তার পরিবারে খাবার সংকট দেখা দেয়, তাহলে উপজেলা পরিষদে অথবা স্ব-স্ব এলাকার চেয়ারম্যানদের কাছে ফোন করলে ওই ব্যক্তির বাড়িতে চাল, ডাল, আলু, তেল, লবন পৌঁছে দেওয়া হবে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad