Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    চালনা পৌরসভার ৪নং ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকান্ড|| পুড়ে ছাই হয়ে গেছে ৯ টি পরিবারের সবকিছু||

    ছবি-সংগৃহিত

    খুলনার খবর২৪||চালনা পৌরসভার ৪ নং ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকান্ডে ৯ টি পরিবারের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।ক্ষয়-ক্ষতির পরিমান লক্ষাধিক টাকা উপরে।

    ক্ষতিগ্রস্থ ও এলাকাবাসি জানায়, চালনা পৌরসভার ৪ নং ওয়ার্ডের নলোপাড়া এলাকার জাফর হালদারের বাড়ীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।  পুড়ে যাওয়া ঘরটিতে সব মিলিয়ে ৯ টি পরিবার ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো।
    গতকাল শনিবার (১৮ এপ্রিল) বেলা আনুমানিক ৩ টার দিকে হটাৎ রান্না ঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে কেউ একজন চিৎকার শুরু করলে বিশ্রামে থাকা বাকীরা উঠে পড়ে। এ সময় তাদের ডাক চিৎকারে এলাকার শত শত নারী পুরুষ এগিয়ে এসে পাশের খাল ও পুকুর থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষনে ৯ টি পরিবারের ঘর এবং ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকাসহ যাবতীয় মালামাল সম্পূর্নরুপে পুড়ে ছাই হয়ে যায়।

    ক্ষতিগ্রস্থরা হলেন শরিফুল শেখ, দাউদ শেখ, বাবুল, আনোয়ার, সোহাগ, খাজা, মুছা, সবুরুন্নেছা ও কবির মোল্যার পরিবার। ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।স্থানিয়রা ফায়ার সার্ভিসে খবর দিয়েছে কিনা যানা যায়নি।

    খবর শুনে সাবেক উপজেলা চেয়ারম্যান, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাসসহ আরো অনেকে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্থদের সমবেদনা এবং প্রয়োজনীয় সহযোগীতা দেওয়ার আশ্বাস দেন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad