বাড়িভাড়া সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আহবান-বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি শ্রমিকদের বাড়িভাড়া সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য আহবান জানান বাড়ি মালিকদের প্রতি।
গতকাল মঙ্গলবার (৩১মার্চ) সকল বাড়ি মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসজনিত সংকটের ফলে বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পখাত সমস্যার সম্মুখীন হয়েছে। এসব শিল্পের শ্রমিকগণ সমস্যায় পরেছেন।এমনকি খেঁটে খাওয়া মানুষেরাও পড়েছে বিপাকে। এমতাবস্থায়, শ্রমিক ভাই-বোনদের সমস্যার কথা চিন্তা করে বাড়িভাড়া সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য বাড়ি মালিকদের প্রতি অনুরোধ করছি।
তিনি বলেন, আমরা সহানুভূতিশীল হলে খেটে খাওয়া শ্রমিক ভাই-বোনরা কিছুটা স্বস্তিতে বর্তমান সংকট উত্তরণে সক্ষম হবেন এবং আগামীতে রপ্তানি খাতে বেশি অবদান রাখবেন বলে আমি বিশ্বাস করি।
No comments
please do not enter any spam link in the comment box.