বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে খুলনা মহানগরীতে নির্মিত হচ্ছে করোনাভাইরাস জীবাণুমুক্ত দু’টি টানেল ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে উদ্যোগে মাগুরার পর এবার খুলনা মহানগরীর শেরে বাংলা রোডে নির্মিত হচ্ছে করোনাভাইরাস জীবাণুমুক্ত দু’টি টানেল।
খুলনা শহরে প্রবেশ ও বের হওয়ার সময় সকল ব্যক্তি, মোটরসাইকেল, সাইকেল, ভ্যান,রিকশা সব এই ট্যানেলের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারবে। টানেল নির্মাণে সম্পুর্ণ কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ইএমই ব্যাটালিয়ন ও ১০৫ পদাতিক ব্রিগেড।
জীবাণুমুক্ত করতে পানির সঙ্গে মানুষের ব্যবহার উপযোগী ডিটারজেন্ট ও খার জাতীয় মেডিসিন ব্যবহার করা হবে এ দুটি ট্যানেলে। এর ফলে সকল ধরনের যানবাহন এবং মানুষের শরীরে লেগে থাকা জীবাণু নষ্ট করা সম্ভব হবে। প্রতিটি ট্যানেল ১৫ ফুট করে লম্বা এবং ৬ ফুট চাওড়া। জীবাণুনাশকরণের জন্য ট্যানেলে ১০০০ লিটারের একটি ট্যাংক রয়েছে। যা থেকে ১০টি পাইপের মাধ্যমে স্প্রে করা হবে।
No comments
please do not enter any spam link in the comment box.