সাতক্ষীরায় ভ্রাম্যমাণ ইফতার বাজার চালু ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিতে রমজান মাসে রোজাদারের জন্য ভ্রাম্যমাণ ইফতার বাজার চালু করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন।
সাধারণ মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ভ্রাম্যমাণ বাজার থেকে ইফতার সামগ্রী সুলভ মূল্যে কিনতে সে ব্যবস্থা করা হয়েছে।
গতকাল শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৫টায় সার্কিট হাউজ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এই ভ্রাম্যমাণ ইফতার বাজার উদ্বোধন করেন।
সাতক্ষীরার পলাশপোলের মোড়, সঙ্গীতার মোড়, পুরাতন সাতক্ষীরাসহ সাতক্ষীরা শহরের মোট ১৪টি স্থানে এই ভ্রাম্যমাণ ইফতার বাজার পাওয়া যাবে।
এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
No comments
please do not enter any spam link in the comment box.