সাতক্ষীরা আশাশুনি উপজেলায় করোনা উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| সাতক্ষীরা আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে জ্বর ও শ্বাস কষ্টসহ করোনার উপসর্গ নিয়ে রেজাউল করিম (৪৮) নামে এক কলেজ শিক্ষক মারা করেছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজিউন)।গতকাল মঙ্গলবার সকাল ৭ টার দিকে তিনি তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম ও স্বাস্থ্য বিভাগকে জানানো হলে তাৎক্ষনিক সকলেই মৃত্যু ব্যক্তির বাড়ীতে গমন করেন এবং দায়িত্বরত চিকিৎসক মৃতব্যক্তির নমুনা সংগ্রহ করেন। এরপর স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা ও ইসলামিক ফাউন্ডেশনের তত্বাবধানে নিরাপদ দূরত্ব বজায় রেখে জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মৃত্যু শিক্ষকের বাড়ীর ৫ জন সদস্যদের নমুনা সংগ্রহ করে করোনা টেষ্টের জন্য পাঠানো হয়েছে।পরে ওই কলেজ শিক্ষকের বাড়ি লক ডাউন ঘোষণা করা হয়েছে।
তিনি কয়রা উপজেলার জায়গীরমহল কমরউদ্দীন কলেজের শিক্ষক ছিলেন।
No comments
please do not enter any spam link in the comment box.