করোনা মোকাবেলায় প্রস্তুত খুলনা ডায়াবেটিক হাসপাতাল||সনাক্ত হলে আজ থেকেই চিকিৎসা শুরু||
খুলনার খবর২৪||করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য প্রস্তুত খুলনা ডায়াবেটিক হাসপাতাল। আজ শনিবার থেকে সেখানে শুরু হবে ডিউটি। শুধুমাত্র আক্রান্ত রোগীদেরই সেখানে ভর্তি করে চিকিৎসা সেবা দেয়া হবে।
খুলনা মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর মেশিনের মাধ্যমে সনাক্ত হলেই কেবল ওই রোগীকে ভর্তি করা হবে ডায়াবেটিক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। আর করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নিয়োজিত চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবলের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হিসেবে প্রস্তুত করা হয়েছে নগরীর রূপসা ষ্ট্রান্ড রোডস্থ সিএসএস আভা সেন্টারকে। ডাক্তারদের তিনদিন এবং নার্স ও অন্যান্য জনবলকে পাঁচদিন করে করোনার জন্য নির্দিষ্ট আইসোলেশন ওয়ার্ডে (ডায়াবেটিক হাসপাতাল) ডিউটি দেয়া হয়েছে। প্রতি শিফট ডিউটি শেষে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও অন্যদের পাঠানো হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। তবে যতক্ষণ পজেটিভ রোগীদের সেখানে না নেয়া হবে ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্টদের কোয়ারেন্টাইনে নেয়ার প্রয়োজন হবে না।
প্রতি শিফটে তিন সদস্যের চিকিৎসক টিম ও তিনজন সিনিয়র স্টাফ নার্স সেখানে ডিউটিতে থাকবেন। পাশাপাশি চতুর্থ শ্রেণির কর্মচারীও সেখানে ডিউটিতে থাকবে। এছাড়া করোনার লক্ষণ নিয়েই কোন রোগী ডায়াবেটিক হাসপাতালে গেলেই তার চিকিৎসা দেয়া হবে না। লক্ষণ নিয়ে রোগীকে প্রথমে আসতে হবে খুমেক হাসপাতালের আইসিইউ ভবনের ফ্লু কর্ণারে। তারপর পরীক্ষা-নিরীক্ষা শেষে পজেটিভ হলেই কেবল তাকে নেয়া হবে ডায়াবেটিক হাসপাতালের আইসোলেশন ইউনিটে। এ পর্যন্ত ডায়াবেটিক হাসপাতালের প্রথম ও দ্বিতীয় তলায় ৬৫টি বেড প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ভেন্টিলেটরসহ দু’টি রয়েছে আইসিইউ বেড। আরও দশটি আইসিইউ বেড আজকের মধ্যেই এসে যাবে।
No comments
please do not enter any spam link in the comment box.