মেহেরপুরে ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা ||খুলনার খবর২৪
সংগৃহিত |
খুলনার খবর২৪||দেশে করোনা ভাইরাসে প্রকোপ বেড়েই চলেছে সরকার সবধরনের যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু মানছে শহরে চলাচলরত ইজিবাইক গুলো মেহেরপুর জেলা শহরসহ বিভিন্ন স্থানে ব্যাটারি চালিত ইজিবাইক ও ভ্যান চালকদের দাপট বেড়েছে। ফাঁকা সড়কে অনেকটাই বাধাহীন ভাবে যাত্রী নিয়ে চলাচল করছে এসব যান।তাই কিছুটা আতঙ্কে আছে সাধারন মানুষ।এতে জেলায় করোনায় আক্রান্তের ঝুঁকি বাড়বে বলে মনে করেন সচেতন মহল।
মেহেরপুর শহর, গাংনী ও মুজিবনগর উপজেলা শহরে ভ্যান ও ইজিবাইক অবাধে চলাচল করছে। জেলার সব সড়কে যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ থাকায় ব্যাটারি চালিত এসব ইজিবাইক ও ভ্যানের কদর বেড়েছে। এসব যানবাহন পুরো জেলায় দাপিয়ে বেড়াচ্ছে। গাদাগাদি করে বসে যাত্রীরা যাচ্ছেন নির্দিষ্ট গন্তব্যে। যেন সামাজিক দূরত্ব মানার বিষয়টি ভুলে গেছেন সবাই।
সে কারনেই গতকাল বুধবার (২২ এপ্রিল) করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে মেহেরপুর জেলা ইজিবাইক চালক সমিতির পক্ষ থেকে শহরে ইজিবাইক চালানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে।
বুধবার বিকেলের দিকে মেহেরপুর জেলা ইজিবাইক চালক সমিতির সভাপতি আনারুল ইসলাম জেলা সমিতির অন্যান্য সদস্যদের সাথে নিয়ে মেহেরপুর শহরের মাইকযোগে প্রচার চালিয়ে অনিদৃষ্টকালের জন্য ইজি বাইক চালানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেন।পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ইজি বাইক চালানো বন্ধ থাকবে।তাদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মেহেরপুরবাসি।
No comments
please do not enter any spam link in the comment box.