পিরোজপুরের মঠবাড়িয়া বুধবার থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||বিশেষ প্রতিনিধি|| পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা গতকাল বুধবার (৮ এপ্রিল) থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসি ল্যান্ড রিপন বিশ্বাস এর ফেসবুক আইডি থেকে এ ঘোষণা জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে।
ঘোষণা অনুযায়ী মঠবাড়িয়া উপজেলার যেসব বর্ডার সিল করা হবে সেগুলো হচ্ছে : ঝাউতলা, বাবুরহাট, মাছুয়া ফেরিঘাট, বান্ধবপাড়া, দাউদখালী নতুন বাজার,দধিভাঙ্গা, কুমিরমারা বাজার ও ভগীরথপুর বাজার, । এসব পয়েন্টে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ২ জন করে আনসার সদস্য ও ২ জন করে গ্রামপুলিশ দায়িত্ব পালন করবেন। প্রতিটি পয়েন্টে ১টি করে স্প্রে মেশিন থাকবে। লকডাউন কার্যকর করতে সবার সহযোগিতা কামনা করেছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস।
এ সময় সমস্ত মুদি ও সবজি দোকান সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। ফার্মেসি ২৪ ঘণ্টা খোলা থাকতে পারে। এ ছাড়া সব দোকান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২৪ ঘণ্টাই বন্ধ থাকবে।
No comments
please do not enter any spam link in the comment box.