খুলনা মেডিকেল কলেজের এর প্রশাসনিক ব্লক, গেস্ট হাউজ ও টিচার্স লাউঞ্জ লকডাউন ঘোষনা||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||খুলনা মেডিক্যাল কলেজের একাডেমিক ভবনের প্রশাসনিক ব্লক, গেস্ট হাউজ ও টিচার্স লাউঞ্জের তিনজন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় উক্ত ভবন লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে খুলনা আঞ্চলিক তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, খুলনা জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ী সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ১১(২) ধারা অনুসারে খুলনা জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন খুলনা মেডিক্যাল কলেজের একাডেমিক ভবনের প্রশাসনিক ব্লক, গেস্ট হাউজ ও টিচার্স লাউঞ্জ এলাকা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লকডাউন ঘোষণা করেন। আদেশ ভঙ্গকারী বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের একজন, গ্যাসট্রোলজি বিভাগের একজন ও শিশু বিভাগের একজন চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়।যে কারনে ভবনটি লকডাউন ঘোষনা করা হয়।
No comments
please do not enter any spam link in the comment box.