আজ পরিশোধ করা হবে সাকিব আল হাসানের কাঁকড়া খামারের শ্রমিকদের বেতন ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| বুধবার (২২ এপ্রিল) দুপুরের মধ্যে পরিশোধ করা হবে সাকিব আল হাসানের কাঁকড়া খামারের শ্রমিকদের বেতন।
আজ বুধবার (২২ এপ্রিল) বেতন পরিশোধ করে দিবেন বলে নিশ্চিত করেছেন ফার্মের জেনারেল ম্যানেজার মো. সালাউদ্দিন।এদিকে কাঁকড়া খামারের বেতন বকেয়ার বিষয়টি জানতেন না সাকিব আল হাসান। বিষয়টি জেনেই দ্রুত শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করে দিতে বলেন এই বিশ্ব সেরা অল রাউন্ডার।
সাকিব আল হাসানের হ্যাচারির এক শ্রমিক বলেন, দুই বছর হলো এই হ্যাচারিতে কাজ করছি। এর আগে বেতন নিয়ে কোন সমস্যা হয়নি। প্রতি বছর ঈদ বোনাস,বেতন ঠিক মতো পেয়েছি। কিন্তু গত ফেব্রুয়ারি মাস থেকে বেতন বন্ধ ছিলো। বেশ কয়েকবার বেতন দেওয়ার তারিখ দিলেও আমাদের বেতন দেওয়া হয়নি। করোনার কারণে বাইরেও কোন কাজ নেই।তাই আমরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছিলাম। ৩০ এপ্রিল পর্যন্ত সময়ও দেওয়া হয়েছে।
সাকিব আল হাসান এগ্রো ফার্মের জেনারেল ম্যানেজার সালাউদ্দিন বলেন, করোনার কারণে আমরা অনেক প্রোডাক্ট রপ্তানি করতে পারিনি। সেকারণে শ্রমিকদের বেতন দিতে একটু দেরী হয়েছে। আমাদের টার্গেট ছিলো ৩০ তারিখে প্রক্রিয়া করা মালগুলো রপ্তানি হয়ে যাবে এবং পেমেন্টও পেয়ে যাবো। এরপর শ্রমিকদের বেতন পরিশোধ করে দিব। সেজন্য বিষয়টি সাকিব ভাইকে জানানো হয়নি।কিন্তু হঠাৎই শ্রমিকরা আন্দোলন শুরু করে।এবং বিক্ষোভের বিষয়টি সাকিব ভাইয়ের নজরে পড়ে।এবং তিনি দ্রুত বেতন পরিশোধ করে দিতে বলেছেন। শ্রমিকদের বেতন আজ বুধবার পরিশোধ করে দেওয়া হবে।
No comments
please do not enter any spam link in the comment box.