মেহেরপুরের গাংনীতে প্রথম করোনা রোগী শনাক্ত ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| মেহেরপুরের গাংনীতে প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত হয়েছে।গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল তিনটায় সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাদিয়া সুলতানা।
তিনি জানান,প্রথমবারের মতো গাংনী উপজেলার কাজিপুর এলাকার জনৈক এক ব্যক্তির (২৫) শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। করোনা আক্রান্ত ব্যক্তি সম্প্রতি ফরিদপুর জেলা থেকে তার নিজ বাড়ি কাজিপুরে এসে অবস্থান করছিল। তার শরীরে করোনা উপসর্গ দেখা দেওয়ায় নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হলে পরীক্ষা-নিরীক্ষার পর করোনা সংক্রামণে সংক্রামিত হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়। আক্রান্ত ব্যক্তিকে তার নিজ বাড়িতেই হোম আইসোলেশনে রাখা হয়েছে।এছাড়া করোনা সংক্রমনে সংক্রমিত ব্যক্তির পরিবারের আরও তিনজন সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তবে গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান, এ ধরনের কোন তথ্য তার জানা নেই।
No comments
please do not enter any spam link in the comment box.