যশোরে জোড়ালাগা জমজ শিশু কন্যার জন্ম||খুলনার খবর২৪
ছবি-সংগৃহিত |
খুলনার খবর২৪||যশোরের চৌগাছায় বুক জোড়ালাগা জমজ শিশু কন্যার জন্ম।জন্মদাত্রী খুরশিদা হাকিমপুর ইউনিয়নের তজবীজপুর গ্রামের উজ্জ্বল হোসেনে স্ত্রী।
মা ও জমজ শিশু দুটির অবস্থা বেশ ভালো।তারা সুস্থ আছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। তবে, সংশ্লিষ্ট চিকিৎসক বলেছেন, শিশু দুটিকে আলাদা করার কোনো উপায় নেই।
গত শুক্রবার (৩ এপ্রিল) যশোর জেনারেল হাসপাতালের সামনে অসীম ডায়গনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় বুক জোড়ালাগা এই জমজ শিশুকন্যা। তবে শিশু দুটির মাথা হাত পা আলাদা।উক্ত ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক জানিয়েছেন, শিশু দুটিকে অপারেশন করে আলাদা করার কোনো উপায় নেই। এভাবেই তাদেরকে থাকতে হবে।
শাপলা নামে তাদের দশ বছরের আরো একটি মেয়ে আছে এই নারীর। সে হাকিমপুর দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
No comments
please do not enter any spam link in the comment box.