খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু- খুলনার খবর
খুলনার খবর||খুলনায় সেইফ অ্যান্ড সেইভ চেইন শপের নির্মাণাধীন ভবন থেকে পড়ে মোঃ মামুন (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।নিহত মামুন মাগুরা জেলার শালিখা উপজেলার বলাইনা ঘোষা গ্রামের সুরত আলীর ছেলে। গতকাল সোমবার (৩ মে) ভোর ৫ টা ৪৫ মিনিটে মহানগরীর নিউমার্কেট এলাকার ৬ তলা ভবনের নির্মাণকাজ করার সময় নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোঃ আফছার আলীর মালিকানাধীন কেডিএ নিউ মার্কেট এলাকার ২০ কেডিএ ইরফান মার্কেটের সেইফ অ্যান্ড সেইভের ৬ তলা ভবনের নির্মাণকাজ চলছিলো।ভোরে মামুন ষষ্ঠতলা ভবন থেকে পড়ে ঘটনাস্থলে মারা যান। পরে সকাল সাড়ে ৭টায় সোনাডাঙ্গা থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সেইফ অ্যান্ড সেইভের নির্মাণাধানী ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
No comments
please do not enter any spam link in the comment box.