Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনায় গণপ্রকৌশল দিবস- ২০১৯ উৎযাপিত||খুলনার খবর২৪


    খুলনার খবর২৪||অমিত আকুন্জি||আজ ৮ (নভেম্বর) শুক্রবার গনপ্রকৌশল দিবস-২০১৯ও ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনির্য়াস বাংলাদেশ ( আইডিইবি)এরগৌরবোজ্জল ৪৯ তম পর্তিষ্ঠা বার্ষিকী পালন করে (আইডিবি) খুলনা জেলা শাখা।

    মুক্তিযুদ্ধের প্রত্যাশিত সুখী- সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যায়ে "লার্নিং বাই ডুয়িং হোক শিক্ষার ভিত্তি"এই প্রতপাদ্য কে সামনে রেখে গনপ্রকৌশল দিবস-২০১৯ ও আইডিইবির ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালনে আইডিইবি খুলনা জেলা শাখার উদ্দোগে এক বর্ণাঢ্য  র‌্যালির আয়োজন করা হয়।

    প্রধান অতিথী  হিসাবে বেলুন উড়িয়ে র‌্যালি উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা আলহাজ তালুকদার আব্দুল খালেক এসময় তিনি বলেন বাংলাদেশের উন্নয়নে ডিপ্লোমা ইন্জিনিয়ারদের ভূমিকা অপরিসীম আসুন আমরা সবাইমিলে একসাথে দেশকে এগিয়ে নিয়ে যাই। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনের সহকারী হাইকমিশনার মান্যবর রাজেশ কুমার রায়না, বিশেষ  অতিথী হিসাবে আরো উপস্থিত ছিলেন আইডিবির কেন্দ্রীয় নির্বাহি কমিটির খুলনা অঞ্চলের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্জি: মো: আবুল হোসেন, অনিমেষ  পাল অধ্যাক্ষ  খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট এবং কেন্দ্রিয় কমিটির অন্যতম নেতা আলহাজ ইন্জি: রুহুল আমিন হাওলাদার।প্রকৌশলী  শেখ মোহাম্মদ এর সভাপতিত্বে র‌্যালিটি খুলনা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট থেকে শুরু করে নগরির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আইডিবি খুলনা জেলা অফিসের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে আইডিইবির জেলা নেতৃবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত ডিপ্লোমা প্রকৌশলী সদস্য পলিটেকনিক কলেজের শিক্ষক ও ছাএ ছাএীরা অংশগ্রহন করে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad