এবার খুলনা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||আবিরপাখি|| বেশ কিছুদিন ধরে পরিবহণ সেক্টরে বিভিন্ন দাবির জন্য দেশের সব জেলাতেই আন্দোলনে নামে পরিবহন শ্রমিক ও মালিকপক্ষ। তারই ধারবাহিকতায় গতকাল যশোরের পরে আজ (সোমবার) থেকে খুলনার থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।
সকাল থেকে শুরু হওয়া এ ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।বিষয়টি নিয়ে ২১ ও ২২ নভেম্বর শ্রমিক ফেডারেশন বর্ধিত সভা ডেকেছে।
শ্রমিকদের দাবি দুর্ঘটনা জনিত মামলা জামিনযোগ্য এবং নতুন সড়ক আইনের কয়েকটি ধারা সংশোধন। তাদের দাবি, আইন সংশোধনের পরই এটি কার্যকর করা হোক। এটা না করা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে।
চালকদের দাবি, কোনো কারণে দুর্ঘটনায় কেউ মারা গেলে নতুন আইনে চালকদের মৃত্যুদণ্ড এবং আহত হলে ৫ লাখ টাকা দিতে হবে। একজন চালকের বেতন সর্বসাকুল্যে ১৮ থেকে ২০ হাজার টাকা।তারপক্ষে ৫ লক্ষ টাকা জরিমানা দেওয়া সম্ভব না।আর গলায় ফাঁসির দড়ি নিয়ে গাড়ি চালানো যায়না।সামান্য আয় দিয়ে সংসার চালানো, ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ চালানো দায়। সেখানে এত জরিমানা কি করে দেওয়া যাবে। এ কারণেই নতুন পরিবহন আইন সংস্কারের দাবি জানান শ্রমিকরা।
আক্ষেপ করে তিনি বলেন, সড়কে অবৈধ নসিমন-করিমন চলে তাদের কারণেই দুর্ঘটনা ঘটে। এসব যানবাহন বন্ধ ও চালকদের জরিমানা করা হয় না। সব জেল-জরিমানা হয় বাস চালকদের।
এদিকে ভোরে বেশকিছু পরিবহন ছেড়ে গেলেও বেশ সকাল ৯টার পর থেকে সব বাস চলাচল বন্ধ রয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.