খুলনার চুকনগরে ট্রাক-মাহেন্দ্র দূর্ঘটনায় নিহত ১,আহত ২||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||খুলনার চুকনগরে ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে এক বৃদ্ধা নিহত ও দুইজন আহত হয়েছেন।
গতকাল (মঙ্গলবার) সন্ধ্যা ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে। এসময়ে যশোরের কেশবপুর উপজেলার চিংড়া গ্রামের বাসিন্দা আমিনুনেচ্ছা (৬৫) নিহত হয়েছেন এবং তার স্বামী দবীর উদ্দিন সানা (৭৩) ও ছেলে (৩৮) গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া নামক স্থানে চুকনগর গামী একটি ট্রাক মাহিন্দ্রার পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে। এ সময় মাহিন্দ্রাতে থাকা আমিনুনেচ্ছা (৬৫) প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন। তার স্বামী দবীর উদ্দিন সানা (৭৩) ও তার ছেলে (৩৮) গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন, চুকনগর হাইওয়ে থানা পুলিশ ও ডুমুরিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। মাহিন্দ্রা ও মৃতদেহ পুলিশ হেফাজতে রয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.