Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    চুলের বখাটে কাটিং না দেওয়ার নির্দেশ সেলুনগুলোকে ||বখাটে স্টাইলে চুল কাটলে ৪০হাজার টাকা জরিমানা ||খুলনার খবর২৪

    প্রতিকি ছবি

    খুলনার খবর২৪||কমবয়সী ছেলেদের চুলের বখাটে কাটিং দেখলে আটক করবে পুলিশ। অভিভাবককে করা হবে তলব । মুচলেকা দিয়ে মিলবে মুক্তি। এছাড়া কমবয়সী ছেলে কিংবা শিক্ষার্থীদের মোটরসাইকেল চালাতে অভিভাকদের সতর্কতাও করে দিয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান।

    মিজানুর রহমান বলেন, শহরে কমবয়সী ছেলেদের মধ্যে যারা মোটরসাইকেল চালায় তাদের বেশিরভাগ ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির কাগজ নেই। আপনার টাকা থাকলেই যে, ছেলেদের মোটরসাইকেল কিনে দিবেন তা ঠিক না।

    রবিবার দুপুরে পুলিশ সুপার মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, কমবয়সী যারা রাস্তায় মোটরসাইকেল চালাবে তাদের পরিবারকে পুলিশ তলব করবে। আমার এ্যাকশন হবে জনগনের স্বার্থে। রাত ৯টার পর রাস্তায় আড্ডা দেয়া যাবে না। চায়ের স্টলে আড্ডা দেয়া যাবে না। ফার্মেসি, বিপনীবিতান, মুদি দোকান খোলা থাকবে।  কোনো অবৈধ জিনিস বা অবৈধ যানবাহন না থাকলে গভীর রাতে চলাচল করতে পারবে পথচারী। কেবল সন্দেহভাজনদের চেক করা হবে।আতঙ্কিত না হয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান পুলিশ সুপার মিজানুর রহমান।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad