পেঁয়াজের আড়তে অবরুদ্ধ ম্যাজিস্ট্রেট ||আহত দুই জন সাংবাদিক||খুলনার খবর২৪
ছবি সংগৃহিত |
খুলনার খবর২৪|| চুয়াডাঙ্গায় বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগের ভিত্তিতে পাইকারি আড়তে অভিযানে গিয়ে ব্যবসায়ীদের হাতে অবরুদ্ধ হয়েছেন ভ্রাম্যমাণ আদালতের এক ম্যাজিস্ট্রেট।এসময় ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় দুই সাংবাদিক।
গতকাল (শনিবার) ১৬ নভেম্বর দুপুরে শহরের একটি পাইকারি বাজারে এ ঘটনা ঘটে।জানা গেছে, চুয়াডাঙ্গার খুচরা ও পাইকারি বাজারে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এডিসি সাব্বির আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় বড় বাজারের (নিচের বাজার) আড়ত পট্টির নাফিসা বানিয্যালয়কে ২০ হাজার টাকা এবং জাহাঙ্গীর বানিয্যালয়কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এতে ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে অভিযানে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করেন। অভিযানে থাকা পুলিশ সদস্যরা বাধা দিলে উত্তেজিত ব্যবসায়ীরা পুলিশ সদস্যদের সঙ্গে মারমুখী আচরণ করেন।এসময় ছবি তুলতে গেলে সাংবাদিকদের ওপর হামলা করেন। এতে দুজন সাংবাদিক আহত হন।
পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ও সাংবাদিকদের উদ্ধার করে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.