খুলনার আলিমগেট এলাকায় স্কুল ছাত্রী ধর্ষনের চেস্টা ||খুলনার খবর
প্রতিকি ছবি |
মামলার সুত্রে জানা যায়, গত ২২ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় আলিমগেট এলাকায় নানার হোটেলে বসে ছিল স্কুল ছাত্রী। এসময় হোটেলে কেহ না থাকার সুযোগে মুদি দোকানী সাইদুল স্কুল ছাত্রীকে মুখচেপে ধরে তার নানার হোটেলের ভিতরে খাটের উপর নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
এদিকে আসামি সাইদুলের স্ত্রী হিরা বেগম জানায় স্কুল ছাত্রীর মাতা ফাতেমা বেগম বেশ কিছুদিন আগে ৬০ হাজার টাকা ধার নেয়।উক্ত টাকা এ যাবতকাল না দিয়ে ঘুরাতে থাকে। সম্প্রতি উক্ত পাওনা টাকা আদায় করার জন্য চাপ দেয়া হলে ফাতেমা তার মেয়েকে দিয়ে নাটক সাজিয়ে হেনস্থ করছে।
ঘটনার সত্যতা স্বীকার করে খানজাহান আলী থানা অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশধনী ২০০৩ এর ১০ ধারায় মামলা হয়েছে। মামলা নং- ১০, তাং ২৩/১১/১৯ এবং আসামী আটকের ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.