Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    রুপসার ব্রাইট সী ফুর্ডসকে ৫০ হাজার টাকা জরিমানা || ৩ জনকে কারাদন্ড ||খুলনার খবর২৪


    খুলনার খবর২৪||অমিত আকুন্জি||গত বৃহস্পতিবার খুলনার রূপসায় অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ী সরবরাহের অপরাধে ব্রাইট সী ফুর্ডসকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৩ জনকে কারদন্ড প্রদান করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

    ব্রাইট সী ফুর্ডস নামক চিংড়ি মাছ প্রক্রিয়াজাত করন কোম্পানিতে অস্বাস্থ্যকর পরিবেশে হেডলেস চিংড়ি  মাছ সরবরাহ করার অপরাধে ব্রাইট সী ফুর্ডস কোম্পানিকে ৫০ হাজার টাকা জরিমানা ও তিনজনকে কারাদণ্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার। এসময় তিনি ৮ শ ৭৫ কেজি হেডলেস চিংড়ি মাছ, ২ টি মাহিন্দ্রা ও ১ টি পিকাপ ভ্যান জব্দ করেন।

    এ অভিযান পরিচালনা কালীন সময়ে তিনি অভিযুক্ত ৩ জনকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন। কারাদন্ড প্রাপ্ত ব্যক্তিরা হলেন মোড়লগঞ্জ উপজেলার বাদরা গ্রামের আঃ রশিদের ছেলে সাগর(২৮), চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে আমিনুল শেখ(২৭) ও একই উপজেলার বারাশিয়া গ্রামের নওয়াব আলীর ছেলে আজিজুর হাওলাদার (৩২) কে ১ মাসের কারাদন্ড প্রদান করেন। অভিযানে উপস্থিত ছিলেন মৎস্য মান নিয়ন্ত্রন পরিদর্শক আমিনুল ইসলাম ও তারিকুল ইসলাম, এস আই ইন্দ্রজিত, এস আই আব্দুল খালেকসহ  ফোর্সের অন্যান্য সদস্যগন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad