খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ভুখা মিছিল ||খুলনার খবর
আবিরপাখি||খুলনায় গতকাল (সোমবার) ২৫ নভেম্বর রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক, সিবিএ,নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকা ভুখা মিছিল করে শ্রমিকরা।সকাল ১০টার দিকে মিছিল করে শ্রমিকরা। খালিশপুর বিআইডিসি সড়ক প্রদক্ষিণ করে নতুন রাস্তা হয়ে নিজ নিজ মিল গেটে শেষ হয় এ ভুখা মিছিল।
পাটকল শ্রমিকদের মজুরী কমিশন বাস্তবায়ন, শ্রমিকদের সাপ্তাহিক মজুরী নিয়মিত পরিশোধ,পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) বাতিল , পাট মৌসুমে পাট কেনার অর্থ বরাদ্দ,অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের পিএফ গ্র্যাচ্যুইটির টাকা প্রদানসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়কসহ অন্য নেতারা।
No comments
please do not enter any spam link in the comment box.