খুলনার ডুমুরিয়ায় শাহিন বন্দ হত্যা মামলার আসামির যাবজ্জীবন কারাদন্ড ||খুলনার খবর
ছবি-প্রতিকী |
গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার বিল পাবলা এলাকায় শাহিন বন্দের মাছের ঘেরে কাজ করতেন জলিল সানা।একদিন তাদের মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে শাহিন জলিলকে কয়েকটি থাপ্পড় মারেন। এরই জের ধরে ২০১১ সালের ৬ জুন রাতে ত্রিশুল দিয়ে ঘুমন্ত শাহিনের বুকে আঘাত করেন জলিল। পাশে শুয়ে থাকা রুহুল আমিন এ সময় জেগে ওঠেন। পরে রুহুলের চিৎকারে লোকজন ছুটে গিয়ে শাহিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই শাহিনের মৃত্যু হয়।
পরবর্তীতে ঐ বছরের ১৬ নভেম্বর ডুমুরিয়া থানার তৎকালীন পরির্দশক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। স্বাক্ষ্য-প্রমাণ শেষে আজ বিচারক ওই মামলার রায় ঘোষণা করেন
No comments
please do not enter any spam link in the comment box.