হঠাৎ পরিবহন বন্ধ হওয়াতে বিপাকে পড়েছেন শতশত যাত্রী ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||আবিরপাখি||নতুন সড়ক আইনের কিছু বিধান সংশোধনের দাবিতে খুলনা বিভাগে কোনও ধরনের ঘোষণা ছাড়াই অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে বাসচালক ও শ্রমিকরা। গত সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে ধর্মঘটের কারণে এ অঞ্চলে বাস-মিনিবাস চলাচল বন্ধের খবর পাওয়া গেছে। এ অবস্থায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
খুলনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মো. নুরুল ইসলাম বেবী বলেন, রবিবার থেকেই বাসচালকরা ধর্মঘট শুরু করেছেন। সোমবার থেকে সব বাসচালকই নিজ নিজ দায়িত্ব থেকে ধর্মঘট শুরু করেছেন। এ ক্ষেত্রে শ্রমিক ইউনিয়ন বা মালিক সমিতির কোন সম্পৃক্ততা নেই।
তিনি আরও বলেন, রবিবার সকাল ১১টায় ঝিনাইদহে মোটর শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের একটি বৈঠক ছিল। সেখানে সব মোটর শ্রমিক ইউনিয়ন নেতারা উপস্থিত ছিলেন। ওই বৈঠক শুরুর আগে থেকেই চালকরা কর্মবিরতি শুরু করেছিলেন। বৈঠকে ফেডারেশনের নেতারা ২২ নভেম্বর পর্যন্ত সময় চাইলে সব শ্রমিক ইউনিয়ন তা প্রত্যাখ্যান করে। ফলে সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ।
এদিকে পরিবহন ধর্মঘটের কারণে গতকাল সকাল থেকে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।দুরের যাত্রীরা যারা খুলনাতে ডাক্তার দেখাতে অথবা জরুরি কাজে এসেছিলেন তারা ফিরতে পারছেনা।এমনকি ভেঙ্গে ভেঙ্গে যেতে অনেক খরচের সম্মুখীন হতে হচ্ছে।অনেকে বাড়ি যাওয়ার জন্য সকালে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে এসে দেখে বাস চলছে না।অনেকে অগ্রিম টিকিট কেটে পড়েছেন বিপাকে।না পাচ্ছেন টিকিটের টাকা ফেরৎ না পারছেন গন্তব্যে যেতে।
তবে কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে সেটাই এখন দেখার বিষয়।
No comments
please do not enter any spam link in the comment box.