কুস্টিয়া-খুলনা রুটে বিআরটিসির ৪টি নতুন এসি বাস সংযোজন ,ভাড়া জনপ্রতি ৩০০টাকা ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||কুষ্টিয়ায় বিআরটিসি’র নতুন ৪টি যাত্রীবাহী বাস কুষ্টিয়া-খুলনা সড়কে চলাচলে উদ্বোধন করা হয়েছে গতকাল।
গত বুধবার সকাল সাড়ে ১০টায় মজমপুর গেইটস্থ বিআরটিসির এই যাত্রীবাহী বাসের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর ও বিআরটিসির সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
দীর্ঘদিন ধরে কুষ্টিয়া থেকে খুলনা রুটে সরাসরি চলাচলে বিআরটিসির যাত্রীবাহী বাস চালুর দাবি ছিলো সবার। সেই কারনে যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে কর্তৃপক্ষ এই রুটে নতুন ৪টি বাস সংযোজন করেছে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী বাসটি কুষ্টিয়া থেকে ছেড়ে শেখপাড়া, ঝিনাইদহ, কালিগঞ্জ, যশোর হয়ে খুলনা পর্যন্ত চলাচল করবে।
যাত্রী ভাড়া নির্ধারিত হয়েছে ৩০০ টাকা।
No comments
please do not enter any spam link in the comment box.