Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    যশোর-বেনাপোল মহাসড়কে বাস উল্টে খাদে || আহত,১৫ ||খুলনার খবর২৪

    ছবি সংগৃহিত 
    খুলনার খবর২৪||যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার লাউজানীতে বাস উল্টে খাদে পড়ে অন্ততপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার দুপুরে লাউজানী বাজারের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।

    ঝিকরগাছা থানা ও এলাকাবাসি জানান, যশোর থেকে ছেড়ে আসা এসএম সুমন এন্টারপ্রাইজের বেনাপোলগামী বাসটি সামনে দিক থেকে আসা একটি পিক-আপকে পাশ দিতে গিয়ে লাউজানী বাজারের পশ্চিম পাশে খাদে উল্টে যায়। এতে ১৫ জন যাত্রী আহত হয়।

    আহতদের মধ্যে পরিছন খাতুন ও রফিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোর জেনারেল  হাসপাতালে পাঠানো হয়েছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad