Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    অতিরিক্ত টোল আদায়রের কারনে দুইজনের কারাদন্ড ও জরিমানা ||খুলনার খবর২৪


    খুলনার খবর২৪||আবিরপাখি|| খুলনার দৌলতপুর নগরঘাট ফেরিতে অতিরিক্ত টোল আদায়ের ঘটনায় দুইজনকে (আদায়কারী) কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

    গতকাল (সোমবার) দুদকের অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন তাদের এ সাজা দেন।
    সাজাপ্রাপ্তরা হলেন-আমজাদ শেখ ও হাসিব।দুজনেই খুলনার দিঘলিয়া উপজেলার বাসিন্দা।

    জানা যায়,দীর্ঘদিন ধরে এলাকাবাসি নানা রকম ভোগান্তির শিকার হয়ে আসছিল দৌলতপুরের নগরঘাট ফেরিতে। সরকারের নির্ধারিত মোটরসাইকেল পারাপারে ১শ’ টাকার স্থলে ৬শ’ টাকা, ছোট ট্রাক পারাপারে ৪০ টাকার বদলে সাড়ে ৩শ’, মাঝারি ট্রাক ১শ’ টাকার বদলে ৮শ’ টাকা,  আদায় করা হয়। এ খবর পেয়ে অভিযানে অতিরিক্ত টোল আদায়ের প্রমাণ মিললে দুই আদায়কারীকে শাস্তি দেওয়া হয়।

    এসময় উপস্থিত ছিলেন দুদকের সহকারী পরিচালক তরুন কান্তী ঘোষ, উপ-সহকারি পরিচালক মো. ফয়সাল কাদের, কোর্ট পরিদর্শক বিজন কুমার রায় ও সহকারি পরিদর্শক মো. মনিরুজ্জামান

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad