ভারতকে বধ করলো বাংলাদেশ ||জয়ের নায়ক মুশফিক ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪ || ভারত সফরে গিয়ে চমক দেখালো বাংলাদেশ।গতকাল (রবিবার) দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে ৩ বল হাতে রেখে ভারতকে ৭ উইকেটে হারালো বাংলাদেশ দল।
এবার মুশফিকুর রহিমের অপরাজিত ফিফটিতে প্রথমবারেরর মত ভারতকে বধ করে ইতিহাস গড়লো বাংলাদেশ, তাও আবার ভারতের মাটিতেই।
লক্ষ্যে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। প্রথম ওভারে উইকেট হারায় বাংলাদেশ। লিটন দাস ইনিংসের পঞ্চম বলে দীপক চাহালের শিকার হন। ৪ বলে ৭ রান করে আউট হন এই ওপেনার।
প্রথম ওভারে লিটন ফিরলেও অভিষেক ম্যাচে মোহাম্মদ নাঈম দারুন ব্যাট করছিলেন। কিন্তু যুজবেন্দ্র চাহালের প্রথম ওভারে শিখর ধাওয়ানের ক্যাচ হন এই ওপেনার। সৌম্য সরকারের সঙ্গে তার ৪৬ রানের জুটি ভেঙে যায়। ২৮ বলে ২ চার ও ১ ছয়ে ২৬ রান করেন নাঈম।
তবে তৃতীয় উইকেটে মুশফিকের সঙ্গে সৌম্যর পঞ্চাশ রান বাংলাদেশকে এগিয়ে নিতে থাকে। উইকেটরক্ষক ব্যাটসম্যানের সঙ্গে ৬০ রানের জুটি গড়ে বিদায় নেন সৌম্যও। ৩৫ বলে ১ চার ও ২ ছয়ে ৩৯ রান করে খলিল আহমেদের কাছে বোল্ড হন বাংলাদেশি ওপেনার।
সৌম্যর বিদায়ের পর শেষ ৩ ওভারে ৩৫ রান দরকার বাংলাদেশের। ১৮তম ওভারের তৃতীয় বলে মুশফিকেরর ক্যাঁচটা ফেলে দিলে জীবন পাওয়াই ছিল ম্যাচের মোমেন্টাম। ৩৯ রানে ডিপ মিড উইকেটে ক্রুনাল পান্ডিয়ার হাতে জীবন পান তিনি।
শেষ বলে মাহমুদউল্লাহ চার মেরে ব্যবধান কমান।
৪১ বলে ৬ চার ও ১ ছয়ে ফিফটি করেন মুশফিক। ১৯তম ওভারের শেষ চার বলে টানা ৪টি বাউন্ডারিতে বাংলাদেশকে জয়ের কাছে নিয়ে যান তিনি। শেষ ওভারের তৃতীয় বলে ডিপ মিড উইকেটে ৬ মেরে জয় নিশ্চিত করেন অধিনায়ক মাহমুদউল্লাহ।
৪৩ বলে ৮ চার ও ১ ছয়ে ৬০ রানে অপরাজিত ছিলেন মুশফিক। ৭ বলে ১টি করে চার ও ছয়ে ১৫ রানে খেলছিলেন মাহমুদউল্লাহ। মাত্র ১৫ বলে ৪০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা।
শফিউল ও আমিনুল সর্বোচ্চ দুটি করে উইকেট নেন। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে থেকে আগামী বৃহস্পতিবার রাজকোটে দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ
No comments
please do not enter any spam link in the comment box.