Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    ঝিনাইদহ-২আসনের এমপির পিএসকে কুপিয়ে যখম ||আটক ৪ ||খুলনার খবর২৪

    ছবি সংগৃহিত 

    খুলনার খবর২৪|| ঝিনাইদহ শহরের নিজ কার্যালয়ে মাওলানা ভাষানী সড়কে গত মঙ্গলবার রাতে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহ্জীব আলম সিদ্দিকী’র পিএস কামাল হোসেন (৪৩) ও পলাশ (৩০) নামে দুই জনকে কুপিয়ে মারাত্বক জখম করেছে সন্ত্রাসীরা।

    পুলিশ জানায় গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পিএস কামাল হোসেন তার অফিসে বসে ছিলেন। এ সময় ৮-১০ জন সন্ত্রাসী অতর্কিতভাবে তাকে ও তার সাথে থাকা ড্রাইভার পলাশকে কুপিয়ে জখম করে।পরে তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করা এবং রাতে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।এরা হলো জালাল,রনি, ইমরান,জুয়েলতবে কি কারনে এই হামলা চালিয়েছে তা এখনো যানা যায়নি।

    সন্ত্রাসী হামলার খবর পেয়ে পুলিশ সুপারমোঃহাসানুজ্জামানসহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা হাসপাতালে আহতদেরকে দেখতে যান। রাতে হামলাকারীদের গ্রেফতারের দাবীতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ্বাসের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল করে। বুধবার সকালে তাহজীব আলম সিদ্দিকী এমপি’র নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। একইসাথে শ্রমিক ইউনিয়নের সদস্য ড্রাইভার পলাশকে কুপিয়ে আহত করায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে ঝিনাইদহ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে বুধবার সকল থেকে সকল রুটের গাড়ি ২ঘন্টা বন্ধ করে দেওয়া হয়। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad