Thursday, December 26.

Header Ads

1669186348011
  • শিরোনাম সর্বশেষ

      

    খুলনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন ||খুলনার খবর২৪

    .com/img/a/



    IMG_20191104_180907
    ছবি সংগৃহিত 

    খুলনার খবর২৪|| খুলনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালুর দাবীতে মানববন্ধন করেছেন খুলনা নাগরিক সমাজ।

    গতকাল সোমবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত খুলনা রেলস্টেশনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদারের পরিচালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন আহ্বায়ক মুক্তিযোদ্ধা, অ্যাডভোকেট আ ফ ম মহসীন।

    বক্তব্য রাখেন জনউদ্যোগ খুলনার আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত ই খুদা, নাগরিক নেতা শাহীন জামাল পন, সিপিবি নেতা মো. মিজানুর রহমান বাবু, খুলনা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এইচ এম আলাউদ্দিনসহ আরও অনেকে।

     বক্তরা বলেন, খুলনা দেশের অন্যতম শিল্প ও বন্দর নগরী। শুধু তাই নয়, চিংড়িশিল্প, সুন্দরবন,শিল্প নগরীসহ প্রভৃতি কারণে খুলনা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এ অঞ্চলের অনেক অধিবাসী ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।  চাকুরিজীবী, শিক্ষার্থী, সাধারণ মানুষের প্রতিনিয়তই ঢাকায় যাতায়াত করতে হয়। ইতোপূর্বে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, রাজশাহী, বেনাপোল সরাসরি ট্রেন সার্ভিস চালু হলেও অজ্ঞাত কারণে খুলনাই বঞ্চিত। ট্রেনে যাতায়াত আরামদায়ক হওয়ায় বিশেষ করে বয়োবৃদ্ধ-নারী-অসুস্থ-প্রতিবন্ধী-শিশুসহ সবার কাছেই এ বাহনটি জনপ্রিয়।

    অন্যদিকে খুলনা-ঢাকা এ সার্ভিস চালু হলে সরকারের লোকসানের কোন সম্ভাবনা তো নেই বরং এটি অনেক লাভজনক হবে। যাত্রী চাহিদা অনুযায়ী প্রতিদিন ন্যূনতম একটি ট্রেন সরাসরি ঢাকা-খুলনা যাতায়াত এখন সময়ের দাবি।

    অবিলম্বে খুলনা-ঢাকা রুটে একটি বিরতিহীন ট্রেনের ব্যাপারে প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী, স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরগুলোর দৃষ্টি আকর্ষণ করে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here

    Post Bottom Ad