Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    সাদা এলইডি লাইট ব্যবহার বন্ধে বিশেষ অভিযান ||খুলনার খবর২৪


    খুলনার খবর২৪|| ঝিনাইদহ শহরে ইজি বাইক ও মটর সাইকেলে সাদা এলইডি লাইট ব্যবহার বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ।

    গত মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত থেকে অভিযান শুরু করেছে ট্রাফিক পুলিশ। শহরের পায়রা চত্তর, পোস্ট অফিস মোড় ও হাটের রাস্তায় এ অভিযান চালায়। এসময় দুই শতাধীক ইজি বাইক ও মটর সাইকেল থেকে লাইট খুলে নেওয়া হয়। অভিযানে ট্রাফিক ইন্সপেক্টর মো: সালাহউদ্দিন, গৌরাঙ্গপাল সহ অন্যান্য ট্রাফিক পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    অভিযানের সময় ট্রাফিক ইন্সপেক্টর গৌরাঙ্গ পাল জানান, রাতে শহরের রাস্তায় চলাচলকারী অসংখ্য ইজি বাইক ও মটর সাইকেলে সাদা এলইডি লাইট ব্যবহার করা হচ্ছে। এটি আইনত নিষিদ্ধ এবং এই লাইটের ফলে বিপরীত দিক থেকে আসা যানের দেখতে সমস্যা হয়। ফলে পুলিশ সুপারের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।আগামীতে সারাদেশেই এই অভিযান পরিচালনা করা হবে।

    9 comments:

    1. ভালো উদ্দোগ। সালুট জানায়।

      ReplyDelete
    2. ধণ্যবাদ ।চোখে আলো পড়লে, পরে দেখতে সমস্যা হয়।

      ReplyDelete
    3. প্রশংসনীয় উদ্যোগ।সারাদেশে চালু হোক।

      ReplyDelete
    4. ধন্যবাদ সবাইকে মন্তব্যের জনন্য

      ReplyDelete
      Replies
      1. আমাদের রংপুর বিভাগে এরকম উদ্যোগ নেওয়া প্রয়োজন

        Delete
      2. রংপুর পুলিশকে অবহিত করুন

        Delete
    5. ধন্যবাদ খুলনা প্রশাসন বিভাগকে

      ReplyDelete
    6. প্রশংসনীয় উদ্যোগ।

      ReplyDelete
    7. ভালো উদ্দোগ।প্রশংসনীয় উদ্যোগ।সারাদেশে চালু হোক।

      ReplyDelete

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad