Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনায় পরিবহন ধর্মঘটের তৃতীয় দিন || দুর্ভোগে যাত্রীরা ||আলোচনায় কোন ফল হয়নি ||খুলনার খবর২৪


    সোহেল রানা সুমন||নতুন সড়ক পরিবহন আইন সংশোধন না করার প্রতিবাদে খুলনায় তৃতীয় দিনের মতো চলছে চালকদের কর্মবিরতি। পরিবহন ধর্মঘটের কারণে যাত্রীদের পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ।

    পরিবহন ধর্মঘটের কারনে খুলনার অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। এ সুযোগে মাহেন্দ্র,ইজিবাইক, মিনি পিকআপ, মাইক্রোবাসসহ ছোট যানবাহনগুলোতে দৌড়ত্য বেড়েছে কয়েকগুণ। বেশি ভাড়া দিয়েও ঝুঁকি নিয়ে যাত্রীদের গন্তব্যে যেতে হচ্ছে।গতকাল সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে এসব চিত্র।

    গতকাল নগরীর বিভিন্ন টার্মিনাল যেমন, সোনাডাঙ্গা বাস টার্মিনাল, রুপসা স্ট্যান্ড,ফেরিঘাট বাসস্ট্যান্ড ও রয়্যালের মোড়ে ধর্মঘটের প্রথম দিনের মতো বাসগুলো সারি সারি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। যাত্রীরা এসে অনেকে খোঁজখবর নিচ্ছেন, তবে কেউ কিছু বলতে পারছেন না।

    একজন চালক বলেন, চালকের দায়ে ট্রেন দুর্ঘটনা হলে সেখানে সরকার এক লাখ টাকা মৃত ব্যক্তির পরিবারকে দেয়। আর পরিবহন দুর্ঘটনা হলে একজন চালককে দিতে হবে পাঁচ লাখ টাকা। । যা কোনোভাবেই মেনে নেয়া যায়না।

    গতকাল আলোচনা করেও কোন সমাধানে আসতে পারেনি প্রসাশন।চালকরাও তাদের অবস্থান থেকে একচুলও নড়েনি।এতে ভোগান্তি বেড়েছে সাধারন জনগনের।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad