খুলনার খানজাহান আলী থানায় অবৈধ ব্যাটারি চালিত ভ্যান আটক || খুলনার খবর২৪
খুলনার খবর২৪||অমিত আকুন্জি||গতকাল বুধবার মহাসড়কে ব্যাটারি চালিত ভ্যান চালানো নিষিদ্ধ থাকলেও আইন অমান্য করায় কিছু ব্যাটারিচালিত ভ্যান আটক করে খানজাহানআলী থানা পুলিশ
খানজাহানআলী থানার ঢাকা -খুলনা মহাসড়কে শিরোমনি ফুলবাড়িগেটে মহাসড়কে খানজাহানআলী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে অভিযান চালিয়ে কিছু ব্যাটারি চালিত ভ্যান আটক করে খানজাহানআলী থানা। দুর্ঘটনা, যানজট, চালকদের স্বাস্থ্যহানীর বিষয়টি মাথায় রেখে সাধারণ মানুষ ও নাগরিক নেতাদের সম্মিলিত দাবিতে এর আগে সিটি করপোরেশন, খুলনা মেট্রোপলিটন পুলিশসহ (কেএমপি) একাধিক সংস্থা যৌথসভায় এ সিদ্ধান্ত নিয়েছিলো। অক্টোবরের প্রথম দিন থেকেই খুলনা নগরে ও মহা সড়কে কোনো ব্যাটারিচালিত রিকশা/ ভ্যান চলবে না। ওই দিন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) এ সিদ্ধান্ত নিয়েছিল
রিকশার ব্যাটারি ও মোটর খুলে ফেলতে এরই মধ্যে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে কেসিসি। নিজ উদ্যোগে ব্যাটারি খুলে ফেলতে ১ সেপ্টেম্বর থেকে কেসিসির পক্ষ থেকে নগরে মাইকিং করা হয়েছিলো।
সড়ক দুর্ঘটনারোধে গত ১ জুলাই থেকে নগরেও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা/ ভ্যান চলাচল নিষিদ্ধ করেছিল কেসিসি। কিন্তু ভ্যান/রিকশাচালকদের অনুরোধে তিন মাস সময় বাড়ানো হয়। ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছে ওই মেয়াদ। খানজাহানআলী থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম বলেন দূর্ঘটনা এড়াতে মহাসড়কে ব্যাটারি চালিত ভ্যান চলাচল নিশিদ্ধ করা হলেও বারবার সতর্ক করার পরেও তারা আইন অমান্য করার জন্য ব্যাটারি চালিত ভ্যানগুলি আটক করা হয়। এ ব্যাপারে কোন মামলা না হলেও তাদের শাস্তির আওতায় আনা হবে।
No comments
please do not enter any spam link in the comment box.