Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    মাগুরায় জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা ||আটক ৯||খুলনার খবর২৪

    ছবি সংগৃহিত 
    খুলনার খবর২৪||মাগুরার মহম্মদপুর উপজেলার শিবরামপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে শনিবার ভোরে মুক্তার মোল্যা (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে।

    পরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৫জন আহত এবং বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৯জনকে আটক করেছে।

    নিহতের স্বজনেরা জানান, মুক্তার মোল্যা ভোরে ফজরের নামাজ পড়ে বের হয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা অতর্কিত হামলা চালায়।হামলায় মারাত্মকভাবে জখম হন তিনি। পরে তাকে মাগুরা ২৫০ শয্যা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

    এলাকাবাসী জানান, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় ৫ জন আহত হন। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। সকাল ১০টার দিকে নিহতের লোকজন হামলা করলে প্রতিপক্ষের লোকজন বাড়িঘর ছেড়ে গেলে আয়ুব মৃধার বাড়িতে অগ্নিসংযোগ-লুটপাটসহ কয়েকটি বাড়িঘর ভাংচুর করে।
    স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রামের সামাজিক দলের মাতববর আক্তার বিশ্বাস ও জাফর বিশ্বাসের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল তারই ধারাবাহিকতায় এ হত্যাকান্ড ঘটতে পারে। এ ঘটনায় গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জানা গেছে নিহত ইট ভাটা শ্রমিক মুক্তার মোল্ল্যা ঐ গ্রামের জাফর বিশ্বাসের সর্মথক।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad