খুলনায় নৌযান ধর্মঘট শুরু|| নৌযান শ্রমিকদের কর্মবিরতি||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| আজ থেকে ’এগারো’ দফা দাবি নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। দাবি আদায় না হওয়া পর্যন্ত নৌ যান শ্রমিকদের লাগাতার কর্ম বিরতি চলবে।
আজ (শনিবার) ৩০ নভেম্বর খুলনা সহ সারাদেশে একযোগে এবার আন্দোলনের এমন ডাক দিয়েছেন তারা। আন্দোলনের অংশ হিসেবে গতকাল শুক্রবার দুপুরের পর থেকেই বেশ সরগরম নগরীর বিআইডব্লিউটিএ ঘাট এলাকা। খুলনা, নওয়াপাড়া ও মংলা থেকে প্রায় ২০হাজার নেতাকর্মী ফেডারেশনের এমন দাবিতে মাঠে নেমেছেন।
গতকাল শুক্রবার খুলনা নৌযান শ্রমিক সংঘটন এর উদ্যোগে এমন কর্মসূচির পূর্বে বিকাল থেকেই নেতাকর্মিরা মিছিলে বের হয়, সংগঠনের সাধারন সম্পাদক আলী আকবারের নেতৃতে। মিছিলটি সাত নম্বর কাস্টম ঘাট হয়ে পুরাতন রেল স্টেশন এ সমাপ্ত হয়। মিছিল শেষে নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। এসময় উপস্থিত ছিলেন লঞ্চ লেবার এসোসিয়েশনের খুলনার যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, জেলা ট্রেড ইউনিয়ন সংঘ খুলনার সভাপতি নজরুল ইসলাম, জাহাজী শ্রমিক সংঘ খুলনার সাবেক সেক্রেটারি জয়নাল আবেদীন, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশনের সদস্য এনায়েত হোসেন, নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্য বরকতুল্লাহ সহ দেলওয়ার হোসেন প্রমুখ।
No comments
please do not enter any spam link in the comment box.