আলহাজ্ব মোঃ ইয়াকুব রাজা||খুলনায় সপ্তাহব্যাপী আয়কর মেলায় রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। মেলায় এ বছরই সবচেয়ে বেশি পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। আয়কর মেলায় ৫৭ কোটি ৬৭ লাখ টাকা জমা হয়েছে।
গত বছরের চেয়ে খুলনা আয়কর মেলায় প্রায় ১৫ কোটি টাকার রাজস্ব বেশি আদায় হয়েছে এবার।গত বছর আদায় হয়েছিল ৪২ কোটি টাকা।
খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে গতকাল বুধবার (২০ নভেম্বর) সপ্তাহব্যাপী আয়কর মেলার সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানান খুলনা অঞ্চলের কর কমিশনার প্রশান্ত কুমার রায়।
এতে প্রধান অতিথি ছিলেন খুলনা কর আপিল অঞ্চলের কর কমিশনার মো. রফিকুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্যাক্সেস লইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল হুদা।
উল্লেখ্য গত ১৪ নভেম্বর কর মেলা শুরু হয়ে চলে ২০ নভেম্বর রাত পর্যন্ত।
No comments
please do not enter any spam link in the comment box.