Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    উচ্ছেদ অভিযানে প্রভাবশালীরাও আছেন || খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্যের বেয়াই ও বাদ যায়নি ||খুলনার খবর২৪


    খুলনার খবর২৪||আবিরপাখি|| খুলনায় খাল দখল করে নির্মাণ করা প্রভাবশালীদের বাড়িও ভেঙে দিচ্ছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। গতকাল (সোমবার) দুপুরে খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজানের বেয়াইয়ের চারতলা বাড়ির একাংশ ভেঙে দেওয়া হয়েছে।

    তার বাড়ির একাংশ, সীমানা প্রাচীর, কার্নিশসহ বাকি স্থাপনা সরিয়ে নিতে ১৫ দিন সময় দেয়া হয়েছে। কেসিসি সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর থেকে নদী ও খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। গত দুই মাসে ময়ূর নদী ও ২৪টি খালের ৪৪০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই অভিযানের প্রেক্ষিতে গতকাল সোমবার নগরীর টুটপাড়া এলাকায় অবস্থিত ঘাটের খালের একটি চারতলা ভবনের একাংশ, একটি তিনতলা ভবনের একাংশ, একটি দুইতলা বাড়ির একাংশ, পাঁচটি সেমিপাকা ঘর, চারটি কাঁচা স্থাপনা, সাতটি সীমানা প্রাচীর ও ১৬টি দোকান উচ্ছেদ করা হয়।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad