খুলনায় র্যাবের হাতে ইয়াবা সহ আটক ১||খুলনার খবর২৪||
ছবি সংগৃহিত |
গতকাল(রোববার) সন্ধ্যায় আনুমানিক ৬.৩০ ঘটিকায় র্যাব –৬ খুলনা এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানাধীন ১৯ নং ওয়ার্ড, শাহিনুর জামে মসজিদ রোডের সরদার ওসমান আলীর বাড়ির দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় জানতে পেরে অভিযান চালায়।এ সময় র্যাব পাকা রাস্তার উপর পৌছালে কতিপয় ব্যক্তি র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ সুজন মোল্লা (৩৫)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর দেহ তল্লাশী করে ৩৭ পিচ ইয়াবা, ০১টি মোবাইল ফোন, ০২টি সীমকার্ড ও ০১টি মেমোরী কার্ড উদ্ধার করা করেছেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে সে দীর্ঘদিন যাবত ইয়াবা ক্রয় ও বিক্রয় করিয়া আসিতেছে। আসামীকে কেএমপির সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
thanks for your nice journalist
ReplyDelete