Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনা রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন স্থানে চলাচলের সময়সুচি ||খুলনার খবর২৪

    ছবি সংগৃহিত 
    খুলনার খবর২৪||অমিত আকুঞ্জী||বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হলো রেলপথ যোগাযোগ। ভ্রমণ প্রিয় মানুষের কাছে ট্রেন ভ্রমণ এখনও পছন্দের শীর্ষে রয়েছে। কারণ সড়ক পথে ভ্রমণের অনেক ঝক্কি-ঝামেলায় ট্রেন ভ্রমণে আপনাকে পোহাতে হবে না।এজন্য খুলনা রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন স্থানে চলাচলকারী ট্রেনের নাম ও সময়সূচি তুলে ধরা হলো।

    খুলনা টু ঢাকা||সুন্দরবন এক্সপ্রেস: খুলনা থেকে ছাড়ে রাত ৮টা ৩০ মিনিটে এবং ঢাকায় পৌঁছায় ভোর ৫টা ৪০ মিনিটে। সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার।

    চিত্রা এক্সপ্রেস: খুলনা থেকে ছাড়ে সকাল ৮টা ৪০ মিনিটে এবং ঢাকায় পৌঁছায় বিকেল ৫টা ৪০ মিনিটে। সাপ্তাহিক বন্ধ সোমবার।

    ঢাকা টু খুলনা||সুন্দরবন এক্সপ্রস: (৭২৬): ঢাকা থেকে ছাড়ে সকাল ৬টা ২০ মিনিটে এবং খুলনায় পৌঁছায় বিকেল ৪টায়। সাপ্তাহিক বন্ধ বুধবার।

    চিত্রা এক্সপ্রস (৭৬৪): ঢাকা থেকে ছাড়ে সন্ধ্যা ৭ টায় এবং খুলনায় পৌঁছায় ভোর ৫টা ১০ মিনিটে। সাপ্তাহিক বন্ধ সোমবার।

    খুলনা টু রাজশাহী||কপোতাক্ষ এক্সপ্রেস: খুলনা থেকে ছাড়ে ভোর ৬টা ৩০ মিনিটে এবং রাজশাহী পৌঁছায় দুপুর ১২টা ২০ মিনিটে। সাপ্তাহিক বন্ধ শনিবার।

    সাগরদাঁড়ি এক্সপ্রেস: খুলনা থেকে ছাড়ে বিকাল ৪টায় এবং রাজশাহী পৌঁছায় রাত ১০টা ০০ মিনিটে। সাপ্তাহিক বন্ধ সোমবার।
    মহানন্দা এক্সপ্রেস: খুলনা থেকে ছাড়ে সকাল ১১টায়। সাপ্তাহিক বন্ধ নেই।

    রাজশাহী টু খুলনা||কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৬): রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে দুপুর ২ টা ১৫ মিনিটে এবং খুলনা পৌঁছায় রাত ৮ টায়। সাপ্তাহিক বন্ধের দিন শনিবার।

    সাগরদিঘী এক্সপ্রেস(৭৬২): রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে সকাল ৬ টা ৪০ মিনিটে এবং খুলনা পৌঁছায় দুপুর ১২ টা ৪৫ মিনিটে। সাপ্তাহিক বন্ধের দিন সোমবার।

    মহানন্দা একপ্রেস(১৬): রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে সকাল ৭ টা ৫৫ মিনিটে এবং খুলনা পৌঁছায় বিকাল ৪ টা ৪০ মিনিটে। সাপ্তাহিক বন্ধ নেই।

    খুলনা টু কোলকাতা||বন্ধন এক্সপ্রেস: খুলনা থেকে ছাড়ে দুপুর ১টা ৩০ মিনিটে এবং কোলকাতা পৌঁছায় বাংলাদেশ সময় বিকাল ৬টা ৪০ মিনিটে (ভারতীয় সময় বিকাল ৬টা ১০ মিনিট)। প্রতি সপ্তাহের শুধুমাত্র বৃহস্পতিবার চলাচল করে।

    খুলনা টু বেনাপোল||বেনাপোল কমিউটার খুলনা থেকে ছাড়ে ভোর ৬টায় এবং বেনাপোল পৌঁছায় সকাল ৮টা ৩০ মিনিটে। সাপ্তাহিক বন্ধ নেই।

    বেনাপোল টু খুলনা||খুলনা কমিউটার: খুলনা থেকে ছাড়ে দুপুর ১২টা ১০ মিনিটে এবং বেনাপোল পৌঁছায় দুপুর ২টা ৩০ মিনিটে। সাপ্তাহিক বন্ধ নেই।

    খুলনা থেকে চিলাহাটি

    রূপসা এক্সপ্রেস: খুলনা থেকে ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে এবং চিলাহাটি পৌঁছায় বিকাল ৫টা ০০ মিনিটে। সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার।

    সীমান্ত এক্সপ্রেস: খুলনা থেকে ছাড়ে রাত ৯টা ১৫ মিনিটে এবং চিলাহাটি পৌঁছায় সকাল ৬টা ২০ মিনিটে। সাপ্তাহিক বন্ধ নেই।

    খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জ

    মহানন্দা এক্সপ্রেস: খুলনা থেকে ছাড়ে সকাল ১১টায় এবং চাঁপাইনবাবগঞ্জ পৌঁছায় রাত ৯টা ৪০ মিনিটে। সাপ্তাহিক বন্ধ নেই।

    খুলনা থেকে পার্বতীপুর

    রকেট এক্সপ্রেস: খুলনা থেকে ছাড়ে সকাল ৯টা ৩০ মিনিটে এবং পার্বতীপুর পৌঁছায় রাত ১০টায়। সাপ্তাহিক বন্ধ নেই।

    নকশিকাঁথা এক্সপ্রেস: খুলনা থেকে ছাড়ে রাত ২টা ৩০ মিনিটে এবং গোয়ালন্দ ঘাট পৌঁছায় সকাল ১১টায়। সাপ্তাহিক বন্ধ নেই।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad