বাগেরহাটের সবগুলো উপজেলা বিদ্যুৎহীন ||সংযোগ দিতে কমপক্ষে ৪-৫ দিন সময় লাগবে ||খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে বাগেরহাটের বেশিরভাগ বৈদ্যুতিক খুঁটি উপড়ে অথবা ভেঙ্গে গেছে প্রায় সব উপজেলাই এখন বিদ্যুৎহীন হয়ে পড়েছে । বেশিরভাগ উপজেলাতে এখনও বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পুরো লাইন ঠিক করে সংযোগ দিতে কমপক্ষে ৪-৫ দিন সময় লাগবে।
গত রবিবার (১০ নভেম্বর) থেকে সদর উপজেলা ও মোংলা পৌর এলাকায় স্বল্প পরিসরে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।
এসব অঞ্চলে মোবাইল নেটওয়ার্কও স্বাভাবিক হয়নি বলে জানা গেছে।
তবে পল্লী বিদ্যুৎ সমিতির চেষ্টায় বাগেরহাট জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। মোড়েলগঞ্জ ও শরণখোলায় বিদ্যুৎ সরবরাহে কাজ চলছে। অপর সাতটি উপজেলায় বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের কাজ করা হচ্ছে।তবে গতকাল (সোমবার) সন্ধ্যার মধ্যে উপজেলা সদরগুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হতে পারে।
No comments
please do not enter any spam link in the comment box.