বাগেরহাটে খানজাহান আলী বিমান বন্দর নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহনের চেক হস্তান্তর ||খুলনার খবর২৪
ছবি সংগৃহিত |
খুলনার খবর২৪||বাগেরহাটে খানজাহান আলী বিমান বন্দর নির্মাণ প্রকল্প এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক হস্তান্তর করেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।
গতকাল (মঙ্গলবার) ২৬ নভেম্বর বিকেলে জেলা প্রশাসন আয়োজিত বাগেরহাটে রামপাল উপজেলার হোগলডাঙ্গা গ্রামের খানজান আলী বিমান বন্দরের নির্মাণের লক্ষ্যে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ৩৩ জনের হাতে ক্ষতিপূরণ হিসেবে ৮৯ লাখ ৮৫ হাজার ৬৯৩ টাকার চেক তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক মো. মামুনুর রশিদের সভাপতিত্বে বাড়ি বাড়ি গিয়ে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কামরুল ইসলাম, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, প্রমূখ।
No comments
please do not enter any spam link in the comment box.